ঝালকাঠিতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে পল্লী চিকিৎসকসহ দুইজনের মৃত্যু

  14-07-2020 02:26AM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে পল্লী চিকিৎসকসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে তাদের মৃত্যু হয়।

মৃতের পরিবার জানায়, গত ৫ দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে নলছিটি শহরতলীর খোঁজাখালী গ্রামের বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন পল্লী চিকিৎসক জয়নাল আবেদীন (৬০)। রোববার সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে বাড়িতেই মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে গত ৫ জুলাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় নলছিটির কপালবেড়া গ্রামের সৈলাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল লতিফ কিদার (৭০)। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনজন মুফতির নেতৃত্বে গঠিত শাবাব ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন তাদের জানাজা ও লাশ দাফন করে বলে জানিয়েছেন মুফতি হানযালা নোমানী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন