হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশি ব্যবসায়ীদের বৈঠক

  14-07-2020 04:05AM

পিএনএস, হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করার লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীরা বৈঠক করেছেন। এতে দু’দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারক, বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দও অংশ নেন।

ভারতীয় ব্যবসায়ীদের আমন্ত্রণে সোমবার বিকেল ৩টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ১৬ সদস্যের বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলটি ভারতে প্রবেশ করেন। শূন্যরেখায় ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলটি তাদের শুভেচ্ছা জানান। পরে ভারতের হিলি কাস্টম চত্বরে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেল ৫টার দিকে একই পথ দিয়ে পুনরায় তারা দেশে ফিরে আসেন।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুনের নেতৃত্বে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

হারুন জানান, বৈঠকে হিলি স্থলবন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম আরও গতিশীল করা যায়, আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে বন্দরের অন্যান্য যেসব সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে তা নিরসন কল্পে আলোচনা হয়েছে। এছাড়াও বন্দরের একমুখী রাস্তা থাকায় চাহিদা মোতাবেক পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না, সে কারণে বিকল্প রাস্তা নির্মানের বিষয় নিয়ে আলোচনা হয়। একই সাথে তাদের নতুন কমিটি গঠন হওয়ায় তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন