তিস্তার পানি কমেছে

  14-07-2020 09:30AM


পিএনএস ডেস্ক: গত দু’দিন তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ মঙ্গলবার সকাল থেকে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস সর্তকীকরণ কেন্দ্র জানিয়েছে, সোমবার রাত থেকে তিস্তার পানি কমতে শুরু করে। যা মঙ্গলবার সকাল ৬টা থেকে তিস্তার পানি ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ৬০) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে তিস্তার পানি কমলেও এখনো দুর্ভোগ কমেনি ডিমলা ও জলঢাকা উপজেলার কবলিত মানুষজনের।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক জানান এবারের বন্যায় তার ইউনিয়নের এক হাজার ৭ শ' পরিবার পানি বন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছে।

পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতীফ জানান, তিস্তার বন্যায় তার ইউনিয়নের এক হাজার ৪০টি পরিবার বন্যা কবলিত হয়ে পড়ে। বানের পানিতে রোপিত আমনের চারা নষ্টসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন