গাইবান্ধা মশক নিধন ও জীবানুনাশক স্প্রে কার্যক্রমের উদ্বোধন

  14-07-2020 04:31PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পৌরসভার উদ্যেগে মঙ্গলবার সকাল ১০টায় দিকে আনুষ্ঠানিকভাবে শহরের দাস বেকারির মোড় থেকে মশক নিধন ও জীবানুনাশক স্প্রে কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহরের গণমান্য বক্তিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

উদ্বোধনের আগে সংক্ষিপ্ত এক পথ আলোচনা সভায় পৌর মেয়র বলেন,“ পৌর এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌরবাসিকে সুরক্ষা দিতে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রম একই সঙ্গে কোভিড-১৯ মহামারি থেকেও আমাদের রক্ষা করবে।

গাইবান্ধা পৌরসভা সূত্র জানায়, পৌর এলাকার নয়টি ওয়ার্ডে সরকারি সিদ্ধান্ত অনুযায়ি মশক নিধন ও জীবানুনাশক স্প্রে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লায় পরিচালিত হবে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন