সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

  14-07-2020 08:06PM

পিএনএস ডেস্ক : উজানের ঢল ও বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সিরাজগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন অঞ্চল।

বর্তমানে যমুনা নদীর পানি বিপৎসীমার সিরাজগঞ্জ পয়েন্টে ৪৯ সেঃ মিটার উপর দিয়ে ও কাজিপুর পয়েন্টে ৮১ সেঃ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের বন্যাকবলিত এলাকার হাজার হাজার মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উজানের ঢল ও টানা বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে।

এদিকে দ্বিতীয় দফা বন্যায় যমুনার তীরবর্তী শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল বন্যাকবলিত হয়ে পড়েছে। ডুবে গেছে বিভিন্ন ফসল ও কাঁচা-পাকা রাস্তাঘাটসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান। তবে বন্যাকবলিত এলাকার অনেক পরিবার স্থানীয় বন্যানিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফিরোজ মাহমুদ বলেন, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণের নির্দেশ দেয়া হয়েছে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন