সুন্দরগঞ্জে বন্যা কবলিত এলাকায় সহায়তা সামগ্রী বিতরণে জেলা প্রশাসক

  16-07-2020 04:14PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও প্রধানমন্ত্রীর সহায়তা সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।

গত বুধবার উপজেলার বেলকা ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে বেলকা বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বটতলা দাখিল মাদরাসায় আশ্রয় নেয়া বানভাসি ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী চাল, ডাল, তেল, নুডুলস, লবন, চিড়া, চিনি, তেল সমৃদ্ধ প্যাকেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা এ কে এম ইদ্রিস আলী, সহকারি কমিশনার (ভুমি) শাকিল আহমেদ, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ, ট্যাক অফিসার মোখলেছুর রহমান, ইউপি সদস্য ছানোয়ার হোসেন বাবু, ফারুক মিয়া প্রমুখ। জেলা প্রশাসক পায়ে হেঁটে পানি উন্নয়ন বোর্ডের বাধে আশ্রয় নেয়া বানভাসিদের সাথে কথা বলেন এবং বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন