ডিমলায় পানি বন্দীদের মাঝে চাল বিতরণ

  16-07-2020 05:18PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : সমসাময়িক বন্যায় উজানের ঢল নেমে আসলে তিস্তা নদী পূর্ন যৌবনে পরিপূর্ন হয়। এর পার্দুভাবে পানি বন্দী হয়ে পরে নীলফামারী ডিমলা উপজেলার ৭ নং খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা ও বাইশপুকুর মৌজার প্রায় ১৪০০ মানুষ। রাস্তাঘাট,কালভার্টসহ অনেকে হারিয়েছে বাড়ী ও আবাদী ফসল। নদী ভাঙ্গনের কবলে পরে মানবেতন জীবন যাপন করছে অনেকে। এদের মধ্যে একেবারেই অসহায় ১৩৫০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।

বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনায় ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে নীলফামারী ডিমলা উপজেলার প্রকল্প বাস্তবায়ন ত্রাণ শাখার সহায়তায় চেয়ারম্যান আতাউর রহমান সরকার এর সার্বিক তত্বাবধায়নে ১৬ জুলাই সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন প্রেরিত ট্যাক অফিসার, ইউপি সদস্য রমজান আলী, আব্দুস ছালাম,জগদীশ চন্দ্র রায়, সচিব গোলজার রহমান, ইউডিসি উদ্দ্যোক্তা গোলাম আজম প্রমুখ। বিতরনের পূর্বে উপস্থিত সুবিধাভোগীদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন বন্যা পরবর্তী কালীন পানি বাহিত রোগ, সাপের উৎপাত দেখা দিতে পারে এ ব্যাপারে সকলকে করোনা ভাইরাসের ন্যায় সচেতন থাকতে হবে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন