আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

  28-07-2020 06:21PM

পিএনএস ডেস্ক : নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সবুজ শেখ (২৬) নামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সুলতানবাগে এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সবুজ ফরিদপুরের শালথায় মোস্তফা শেখের ছেলে।

মঙ্গলবার এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা করা হয়েছে। এসময় তার কাছ থেকে জঙ্গি কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, গ্রেপ্তার সবুজ শেখ নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তিনি অনলাইনে ‘সত্যের সন্ধানে’ নামক ফেসবুক আইডি ব্যবহার করে আনসারুল্লাহ বাংলা টিমের দাওয়াতি ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি ‘লোন উলফ মুজাহিদ্বীন’ গ্রুপে জঙ্গিবাদী প্রচার-প্রচারণা, জননিরাপত্তা বিপন্ন করে ত্রাস সৃষ্টি ও জিহাদের প্রস্তুতি গ্রহণ করছিলেন।

তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন