পঞ্চগড়ের ডিসি করোনায় আক্রান্ত

  29-07-2020 12:36AM

পিএনএস, পঞ্চগড় প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে আসা রিপোর্টে বিষয়টি জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকদিন আগে জেলা প্রশাসকের কার্যালয়ের এক কর্মচারীর করোনাভাইরাস পজিটিভ ফলাফল আসে। এরপর গত সোমবার ডিসিসহ প্রশাসনের আট জন পরীক্ষার জন্য নমুনা দেন। এসব নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ আট জনের মধ্যে শুধু জেলা প্রশাসকের নমুনার ফলাফল পজিটিভ পজিটিভ আসে। এছাড়াও মঙ্গলবার আরো ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

সিভিল সার্জন জানান, ডিসি সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

এ পর্যন্ত জেলায় ৩০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ছয়জন মারা গেছে বলে সিভিল সার্জন জানান।

আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে ডিসি সাবিনা ইয়াসমিন সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন