শেরপুরে মুজিবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচিতে ব্যস্ত আ.লীগ নেতারা

  14-08-2020 05:03PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বগুড়ার শেরপুরে আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও অনেক নেতা বৃক্ষরোপন কর্মসূচি পালন করছেন। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববির পক্ষ থেকে সীমাবাড়ী এলাকায় এই বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয় আল মাদ্রারাসাতুল ইসলামীয়া বাহরুল উলুম মাদ্রাসা প্রাঙণে একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আ.লীগ নেতা ববি ছাড়াও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ হান্নান, যুগ্ম আহবায়ক গণেশ কিশোর মুন্সী, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শ্রী রতন কুমার বসাক, আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, সেলিম রেজা, জহুরুল ইসলাম, মাসুদ রানা, শাহীন শেখ, হাসিনুর ইসলাম, সামছুল আলম পোদ্দার, মুরতজা কাওছার, আব্দুর রাজ্জাক, সোহানুর রহমান আকাশ, রাসেল আহমেদ, বিধান ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। ‘মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’- এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালনের এমন নির্দেশনা দেয়ার পর আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের পক্ষ থেকে এই কার্যক্রম শুরু করা হয়। ব্যক্তি পর্যায়েও অনেক নেতা বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করে কর্মসূচিকে সফল করার সর্বাত্ম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে সীমাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে এই কর্মসূচি পালন করেন আ.লীগ বদরুল ইসলাম পোদ্দার ববি।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন