শেরপুরে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

  14-08-2020 06:16PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। তার নাম মোছা. জেসমিন আক্তার (১০)। শুক্রবার (১৪আগস্ট) বেলা বারোটার দিকে দরজা-জানালা বন্ধ করে নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় লাশের পাশেই বিছানার ওপর লিখে রাখা একটি চিরকুট সংগ্রহ করেছে পুলিশ। সেখানে লেখা ‘বাবা-মা আমাকে ভালবাসে না, তাই আত্মহত্যা করলাম’। নিহত জেসমিন আক্তার পৌরশহরের নয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাবা-মার ওপর অভিমান করে বসে এই স্কুলছাত্রী। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে নিজ ঘরের মধ্যে গিয়ে সাদা কাগজে কলম দিয়ে একটি চিরকুট লিখে। এরপর শয়নকক্ষের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তার পাশেই বিছানায় পড়ে ছিল চিরকুট।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের লোকজন ওই স্কুলছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া লাশ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়। তাই ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন