করোনা নেগেটিভের পর আ.লীগ নেতার মৃত্যু

  14-08-2020 08:38PM

পিএনএস ডেস্ক : নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনাভাইরাসের নেগেটিভ রিপোর্ট আসার পর আবুল কাশেম মোল্লা (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

আবুল কাশেম উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পারসন ডা. সঞ্জয় কুমার নাথ আবুল কাশেমের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারী গ্রামের বাসিন্দা আবুল কাশেম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২২ জুলাই হাসপাতালে এসে নমুনা দিয়ে যান। ২৪ জুলাই উনার শরীরে করোনা শনাক্ত হয়। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উনাকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।’

ডা. সঞ্জয় কুমার নাথ আরও বলেন, ‘উনার শরীর থেকে দ্বিতীয় নমুনা সংগ্রহ করা হলে গত ৮ আগস্ট তার ফলাফল নেগেটিভ আসে। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে ওই হাসপাতালেই মারা যান তিনি। উনার শরীরে অক্সিজেনের মাত্রা কম ছিল।’

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন