চরভদ্রাসনে জাতীয় শোক দিবস পালিত

  15-08-2020 03:31PM


পিএনএস ডেস্ক: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সার্বিক তত্বাবধানে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন।

এরপর একে একে শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, চরভদ্রাসন থানা, এমপি প্রতিনিধি, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, চরভদ্রাসন প্রাথমিক শিক্ষক সমিতি, থানা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা শেষে ঐ স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা, মসজিদ, মন্দিরে দোয়া প্রার্থনাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন