বাল্যবিয়ে করায় বরের জেল, বাবার জরিমানা

  17-09-2020 11:37PM

পিএনএস ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে সংঘটিত হওয়ার একমাস পরও উপজেলা প্রশাসনের হাত থেকে রক্ষা পায়নি বর ও বরের বাবা।

জানা যায়, এক মাস আগে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের জহুরুল ইসলামের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মনিরা খাতুনের (১৭) সাথে হামলাইকোল গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইসরাফিল ইসলামের (২১) বাল্যবিয়ে হয়।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে সেই বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময় কনের বয়স ১৮ বছর পূর্ণ হয়নি এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল। তিনি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পাওয়ায় বর ইসরাফিলকে ৩ মাসের কারাদণ্ড এবং তার পিতাকে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদানের রায় দেন। মোবাইল কোর্টে গুরুদাসপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন