শিবপুরে লাইসেন্স ব্যতীত কৃষিপণ্য বিপণনের দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

  23-09-2020 04:07PM

পিএনএস, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে লাইসেন্স ব্যতীত কৃষিপণ্য বিপণনের দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা অনুসারে উপজেলার শিবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক।

এসময় লাইসেন্স ব্যতীত কৃষিপণ্য বিপণনের অপরাধে দুই ব্যবসায়ীকে কৃষি বিপণন আইনের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদনণ্ড দেয়া হয়।এছাড়াও বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা ও সরকার ঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে বাজারের ক্রেতা-বিক্রেতাদের সচেতন করা হয়। এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিবপুর থানা পুলিশ এর একটি টিম সহযোগিতা করে। স্থিতিশীল বাজার রক্ষায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলমান থাকবে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন