হালুয়াঘাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  01-10-2020 12:48AM

পিএনএস ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাটে আব্দুল কাদির নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইরাদ হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার স্বদেশি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির উপজেলার ১২ নম্বর স্বদেশি ইউনিয়নের গাজীপুরা গ্রামের আইয়ুব আলীর ছেলে। ইরাদ হোসেন সিদ্দিকী স্বদেশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে উপজেলার কংশ নদীতে বালু তোলা নিয়ে আব্দুুল কাদিরের সঙ্গে চেয়ারম্যান ইরাদের লোকজনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চেয়ারম্যানের লোকজন কাদিরকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আব্দুল কাদির পক্ষের অন্তত তিনজন আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

তবে এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইরাদ হোসেন সিদ্দিকী।

হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, নদী থেকে বালু তোলা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে চেয়ারম্যানের লোকজন আব্দুল কাদিরকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন