কলমাকান্দায় মাদক বহনের দায়ে দুই যুবক কারাগারে

  01-10-2020 03:26PM


পিএনএস ডেস্ক: মাদক পরিবহনের দায়ে নেত্রকোনার কলমাকান্দায় মাসুদ মিয়া (৩৩) ও মো. হারিজ উদ্দিন (১৯) নামে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক যুবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের মাদকসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দেওয়া হয়।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী হাকিম মো. সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত দুই যুবক হলেন, নেত্রকোনার বারহাট্টা উপজেলার গরমা গ্রামের মো. কালাচাঁন মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (৩৩) ও কলমাকান্দা উপজেলার লেংগুরার ফুলবাড়ী গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে মো. হারিজ উদ্দিন (১৯)। এছাড়া অর্থদণ্ডপ্রাপ্ত যুবক হলেন উপজেলার লেংগুরা ফুলবাড়ী গ্রামের আলমাস মিয়ার ছেলে আজাদ মিয়া (২১)।

সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) লেংগুরার সদস্যরা উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ী এলাকা থেকে ওই তিন যুবককে আটক করে। এসময় তাদের কাছ থেকে দুই বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তিদের কলমাকান্দা থানা পুলিশের মাধ্যমে রাতেই উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়।

এসময় তথ্য-প্রমাণের ভিত্তিতে ইউএনও ও নিবার্হী হাকিম মো. সোহেল রানা দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে বৃহস্পতিবার সকালে দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মো. সোহেল রানা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন