তানোরে উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের সমন্বয় সভা অনিুষ্ঠিত

  01-10-2020 05:26PM

পিএনএস, তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে বে-সরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে উপজেলা হলরুমে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেত্রীবৃন্দের সাথে সরকারি অফিসারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তানোর উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নেত্রী সমিরণ কিসকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।

সভায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী নেত্রীবৃন্দরা তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন এবং তাদের সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন আইআরআই বাংলাদেশ ফ্যাসিলেটর সাইফ আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার মতিনুর রহমান, উপজেলা সহকারী কৃষি অফিসার কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন সুপারভাইজার শহিদুল ইসলাম, প্রিপ ট্রাস্ট প্রজেক্ট অফিসার এনামুল কবির খোকন, তানোর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাহামুদুল আলম, তানোর সাহিত্য পরিষদের সভাপতি অসীম কুমার সরকার প্রমুখ।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন