মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে ৬ আসামির পরিবার

  01-10-2020 11:20PM

পিএনএস ডেস্ক : বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত ৬ আসামির আদালতের রায়ের নির্দেশের কপি বুধবার সন্ধ্যায় জেলা কারাগারে পৌঁছেছে বলে জানিয়েছেন জেল সুপার আনোয়ার হোসেন।

তিনি বলেন, আদালতের আদেশ পেয়ে মৃত্যুদণ্ড প্রাপ্তদের জেল কোড অনুযায়ী কনডেম সেলে রাখা হয়েছে। আয়শা সিদ্দিকা মিন্নীকে মহিলা ওয়ার্ডের কনডেম সেলে রাখা হয়েছে বলে জানান জেল সুপার।

আয়শা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, বুধবার রায় ঘোষণার পরই আপিলের জন্য সই মোহর চেয়ে আবেদন করেছি। সই মোহরের অনুপিপি পেয়ে উচ্চ আদালতে আপিল করবো।

জেলা ও দায়রা জজ সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত সকলের পক্ষ থেকে সই মোহর চেয়ে আবেদন করেছে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন