শরীয়তপুর আন্ত:জেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

  20-10-2020 03:34PM

পিএনএস ডেস্ক: শরীয়তপুরে আন্ত:জেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, মো. মিলন, মো. রফিক, মতিন, ইব্রাহিম ইসলাম, মোকারম হোসেন, মানিক মিয়া, মো. মকবুল হোসেন। এরা সবাই আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

আজ মঙ্গলবার সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান তার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি সাংবাদিকদের জানান, গত ৫ অক্টোবর জেলা শহরের পালং উত্তর বাজারের একটি মোবাইল ফোনের দোকান থেকে প্রায় ২৪ লাখ টাকার ১৬২টি মোবাইল চুরি হয়। এর প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

পরে পুলিশ বিষয়টির তদন্ত করে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এই আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত কাটার ও একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন