সরাইলে শান্তিপূর্ণভাবে চুন্টা ইউপি উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

  20-10-2020 04:15PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়াপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলে উৎসবমুখর পরিবেশে চুন্টা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সরেজমিনে তিনটি ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় কড়া নিরাপত্তার মধ্যে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট গ্রহণ চলছে। এ তিনটি কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক।

ইউনিয়নের রসুলপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় দেখা যায় এ কেন্দ্রে নারী ভোটার উপস্থিতি বেশি। ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ডা. ইমরান ভূঁইয়া জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮শ' ৩০। এ পর্যন্ত (বেলা ১১.৩০) মোট ৬টি বুথে ১ হাজারের বেশি ভোট পড়েছে। এখানে ৬টি বুথে বেশিরভাগ চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট উপস্থিত থাকলেও জাপা মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থীর এজেন্ট মাত্র একজন পুরো ভোট কেন্দ্রে। তবে সকল প্রার্থীর এজেন্টদের দাবি, এখানে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ চলছে, কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। এ ভোট কেন্দ্রে উপস্থিত চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির জানান, ইউনিয়নের সকল ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন; প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।

দুপুর পৌনে ১২টায় রসুলপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে জানা যায় এ কেন্দ্রে ভোট ভোটার ২ হাজার ৬শ' ৬৬। এ পর্যন্ত (১১.৪৫) ১২০০ ভোট পড়েছে। এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবদুল আজিজ জানান, ভোটার উপস্থিতি ভালো। এ পর্যন্ত ৪৫% ভোট পড়েছে। মোট ৬টি বুথে সকল প্রার্থীর একাধিক এজেন্ট উপস্থিত রয়েছে; তবে পুরো কেন্দ্রে লাঙ্গল প্রতীকের একজন এজেন্ট উপস্থিত। তাদের দাবি, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

দুপুর ১২টায় করাতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি স্বতঃস্ফূর্ত। সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ৫টি বুথে প্রার্থীদের মনোনীত এজেন্ট উপস্থিতি রয়েছে। তবে লাঙ্গল প্রতীকের এজেন্ট একজন। সকল প্রার্থীর এজেন্টদের দাবি, অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে; কারো কোনো প্রকার অভিযোগ নেই। এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শেখ মো. মশিউর রহমান জানান, এ কেন্দ্রে মোট ভোটার ২হাজার ৩শ' ৬৬। এ পর্যন্ত (১২.০০) ১০০৪ ভোট পড়েছে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন