ফাঁড়িতে রায়হান হত্যা; পুলিশ লাইন থেকে কনস্টেবল হারুন গ্রেফতার

  24-10-2020 12:07PM


পিএনএস ডেস্ক: সিলেটে বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল হারুনুর রশিদকে গ্রেফতার করেছে পিবিআই। শুক্রবার রাতে তাকে পুলিশ লাইন থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. খালেদুজ্জামান।

এর আগে একই ঘটনায় টিটু চন্দ্র দাস নামের আরেক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে টিটু চন্দ্র দাস ৫ দিনের রিমান্ডে রয়েছেন।

গত ১১ অক্টোবর সকালে ওসমানী হাসপাতালে গুরুতর আহতাবস্থায় নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেকে এলাহী। ঘণ্টাখানেক পর ৭টা ৫০ মিনিটের দিকে রায়হান হাসপাতালে মারা যায়। এ ঘটনায় রায়হানের স্ত্রী থানায় মামলা করলে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এস আই আকবর হোসেনসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিন জনকে প্রত্যাহার করা হয়। এরপর থেকে আকবর পলাতক রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন