সুন্দরগঞ্জে মাসব্যাপী ই-সেবা কেম্পেইন শুরু

  31-10-2020 04:56PM

পিএনএস, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্রীপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে মাসব্যাপী ই-সেবা কেম্পেইন শুরু হয়েছে।

এবারের মূল প্রতিপাদ্য হলো ‘‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর” এই স্লোগান কে সামনে রেখে ই-সেবা কেম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, শ্রীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম কামরুল হুদা রাজু, সাংবাদিক আঃ মতিন সরকার, ধর্মপুর পি.এন গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ হিল মাহমুদ বিদ্যুৎ, শ্রীপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা আব্দুর রউফ আকন্দ, সাবেক ছাত্রলীগের সাভাপতি সাইফুল ইসলাম, ইউপি সদস্য আসাদুজ্জামান আলম প্রমূখ্য বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার গুলো (ইউডিসি) দেশের তৃণমূলের মানুষ পর্যায়ে ই-সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইউডিসি গুলো তথ্যের আরও ভাল এ্যাক্সেসের ক্ষেত্রে জনগণকে ই-সেবা সরবরাহ করায় সাধারণ মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। ক্যাম্পেইনটি চিহ্নিত করে, শ্রীপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার জনগণকে বিভিন্ন ই-সেবা সরবরাহের উদ্যোগ নিয়েছে। ই-সেবার মধ্যে রয়েছে মেডিকেল ভিসা, চিকিৎসকদের নিয়োগ, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং সার্ভিস, পাসপোর্ট ফি, কৃষি তথ্য পরিষেবা, উন্মুক্ত পাঠের জন্য পরীক্ষার ফলাফল, অনলাইন কোর্স অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন