মানিকগঞ্জে বাবার বাড়িতে নববধূকে হত্যা, স্বামী আটক

  19-03-2016 11:03AM


পিএনএস, মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে রোজিনা আক্তার (২০) নামে এক নববধূকে হত্যা করা হয়েছে।

মান-অভিমানকে কেন্দ্র করে শুক্রবার রাতে বাবার বাড়িতে তার স্বামী মিরাজউদ্দিন (২৮) শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছে।

রোজিনা ওই গ্রামের শাসসুল হোসেনের মেয়ে। আর মিরাজ পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের আবদুল বাতেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, কিছু দিন আগে মিরাজের সঙ্গে রোজিনার পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। কয়েক দিন আগে বাবার বাড়ি বেড়াতে আসেন রোজিনা।

সব সময় স্বামী-স্ত্রী একে অপরের পাশে থাকা নিয়ে মান-অভিমান হচ্ছিল। এই মান-অভিমানের এক পর্যায়ে শুক্রবার রাত ১২টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে রোজিনাকে শ্বাসরোধে হত্যা করেন মিরাজ।

হত্যার পর ঘরের পাশে কলাগাছের ঝোঁপে লাশ ফেলে রাখেন তিনি। এরপর রোজিনাকে পাওয়া যাচ্ছে না বলে স্বজনদের কাছে বলেন মিরাজ।

স্বজনরা খোঁজাখুজি করে ওই ঝোঁপে লাশ পেয়ে গলায় আঘাতের চিহ্ন দেখতে পান। এ সময় সন্দেহ হলে মিরাজকে আটকে রেখে পুলিশে খবর দেন তারা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, ‘ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর ওই নববধূর স্বামীকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন