নিউমেরোলজি : নম্বরই বদলে দেবে আপনার ভবিষ্যৎ?

  11-12-2017 03:13PM

পিএনএস ডেস্ক : ১ নম্বর- নিউমোরোলজি অনুযায়ী আপনি যদি কোনও মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখের কোনওটিতে জন্মান তাহলে আপনার বেসিক নম্বর ১৷আপনার পক্ষে শুভ নম্বর ১, ২, ৪, ৭৷সোনালি, হলুদ, সাদা রঙ আপনার পক্ষে শুভ হলেও নীল খুব একটা নয়৷গাড়ি কেনার পরিকল্পনা থাকলে রবি বা সোমবার কিনুন৷

২ নম্বর-আপনি যদি মাসের ২, ১১, ২০ বা ২৯ তারিখের কোনওটিতে জন্মান তাহলে আপনার বেসিক নম্বর ২৷ ১, ২,৪, ৭, আপনার পক্ষে শুভ নম্বর হলেও ৯ মোটেও নয়৷ ক্রিম, সবুজ আপনার পক্ষে শুভ হলেও লাল নয়৷ সোমবার বা শুক্রবার বাহন কেনার পক্ষে বিশেষ শুভ৷

৩ নম্বর-আপনার জন্মতারিখ ৩, ১২, ২১-এর কোনও একটি হলে আপনার বেসিক নম্বর ৩৷ফলত এই সংখ্যাটা আপনার জন্য শুভ৷ তবে ৫, ৮ বা ৯ কখনওই আপনার জন্য ভালো হিসেবে বিবেচিত হবে না৷হাল্কা নীল ও হলুদ রঙ আপনার জন্য শুভ৷ সম্পত্তি কিনতে হলে বৃহস্পতিবার, শুক্রবার বা মঙ্গলবারকেই বাছুন৷

৪ নম্বর-৪, ১৩, ২৩, ৩১ কোনও মাসে যদি এই চারটি তারিখের কোনও একটিতে আপনি জন্মান, তাহলে আপনার লাকি নম্বর ৪৷ তবে কোনও শুভ কাজের জন্য ৮ তারিখটি কখনও বাছবেন না৷গাড়ি কেনার পরিকল্পনা থাকলে, হাল্কা রঙের কিনুন৷ ভালো টেকসই হবে৷ শনি বা রবিবার গাড়ি বা বাইক কেনার জন্য বাছুন৷

৫নম্বর-৫, ১৪ বা ২৩ এই তিন তারিখের যে কোনও একটিতে জন্মালে আপনার প্রিয় নম্বর ৫৷কোনওরকম চকচকে রঙের বাহন আপনার জন্য শুভ৷

৬ নম্বর- আপনি যদি মাসের ৬, ১৫, ২৪-এর কোনও একটিতে জন্মান, তাহলে আপনার প্রিয় নম্বর ৬৷নীল, স্কাই ব্লু, গমের রঙ আপনার জন্য বিশেষ উপকারী৷মঙ্গল, বৃহস্পতি, শুক্র গাড়ি কেনার পক্ষে শুভ দিন৷

৭ নম্বর-মাসের ৭, ১৬, ২৫ তারিখের কোনও একটিতে জন্মালে আপনার পক্ষে শুভ সংখ্যা ৭৷গাড়ির নম্বর বাছুন ১, ৭-এর কোনও একটিকে৷ হাল্কা হলুদ বা সাদা রঙ আপনার গাড়ির জন্য শুভ৷ সোম বা রবিবারকে বাছুন গাড়ি কেনার জন্য৷

৮ নম্বর-৮, ১৭, ২৬ তারিখে জন্মালে আপনার বেসিক নম্বর ৮৷৪ সংখ্যাটা যেমন আপনার জন্য শুভ নয়, তেমনই কোনও হাল্কা রঙও নয়৷ফোর বা টু হুইলার কেনার পরিকল্পনা থাকলে শনিবার বা রবিবার বাছুন৷ ঠকবেন না৷

৯ নম্বর- ৯, ৮ বা ২৭-এর কোনও একটি তারিখে জন্মালে আপনার জন্য শুভ সংখ্যা ৯৷ কোনও ভালো কাজে ৫ বা ৭ নম্বরটিকে বাছবেন না৷গোলাপ লাল বা কোনও গাঢ় রঙ আপনার বাহনের জন্য ভালো৷ গাড়ি কিনতে চাইলে নির্দ্ধিধায় বাছুন মঙ্গলবারটিকে৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন