বক্ষবন্ধনী থেকে জানেন কত বড় ভয়ঙ্কর মারণরোগ হতে পারে আপনার?

  28-02-2018 05:51PM

পিএনএস ডেস্ক : ক্যানসারে আক্রান্ত মহিলাদের মধ্যে প্রায় ১.৭ ভাগই স্তন ক্যানসারে আক্রান্ত৷ ক্যানসার হল কোষের অনিয়ন্ত্রিত অবিরাম বিভাজন৷ কোষের এই অবিরাম বিভাজন স্তনের ভিতর ঘটলে স্তন ক্যানসার দেখা দেয়৷ স্তন ক্যানসার সাধারনত স্তনের নালীর ভেতর থেকে শুরু হয়ে স্তনের মেদবহুল অংশে ছড়িয়ে যায়৷

সাধারনত যে সব মহিলারা সন্তানকে দুধ খাওয়াননা বা ত্রিশ বছরের পর প্রথম সন্তান জন্ম দিয়েছেন কিংবা নিঃসন্তান অথবা যাদের পরিবারে স্তন ক্যানসারের পারিবারিক ইতিহাস রয়েছে তাদের স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি অনেক বেশি পরিমাণে রয়েছে৷

এছাড়াও যে মহিলারা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খান এই সম্ভাবনা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য৷ তবে সম্প্রতি আমেরিকার গবেষকরা প্রায় ৪,৫০০ জন মহিলার উপর পরীক্ষা চালিয়ে দেখেন বক্ষবন্ধনী ব্যবহার মহিলাদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার এক অন্যতম কারণ৷

গবেষকারা জনিয়েছেন, প্রতিদিন ১২ ঘন্টা বা তার বেশি সময় ব্রা পড়ে থাকলে মহিলাদের স্তন ক্যানসারের আশঙ্কা ১১ শতাংশ বেড়ে যায়৷ ব্রা পরার ফলে স্তনের লসিকানালী সঙ্কুচিত বা বন্ধ হয়ে যায় ফলে তার ভিতর দিয়ে শরীরের বিষাক্ত পদার্থগুলি দূর হতে পারে না৷

স্তনের কোষে এগুলি জমা হয়ে কোষে অনিয়ন্ত্রিত বিভাজন ঘটায় এবং ক্যানসার সৃষ্টি করে৷ পাশ্চাত্য দেশগুলোতে প্রতিবছর স্তন ক্যানসারের কারণে প্রায় কয়েক হাজার মহিলা মারা যান৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন