চিংড়ির ব্যাটার ফ্রাই

  28-02-2018 11:32PM

পিএনএস ডেস্ক: চিংড়ি মানেই মজার খাবার। নানা পদের মধ্যে একটি পদ হলো চিংড়ির ব্যাটার ফ্রাই। মজাদার এই খাবারটি তৈরি করতে পারেন ঘরে বসেই। রইলো রেসিপি-

উপকরণ: চিংড়ি মাছ- ৩০০ গ্রাম (মাঝারি সাইজের), চিনি- ১/২ চা চামচ, গোলমরিচ গুঁড়ো- ১/৮ চা চামচ।
ব্যাটারের জন্য: ময়দা- ২ টেবিল চামচ, কারি পাউডার- ১/৪ চা চামচ, ক্যালসিয়াম হাইড্রক্সাইড- ১/৮ চা চামচ, তেল- ভাজার জন্য ১ বড় বাটি, পানি- ৪ থেকে ৬ টেবিল চামচ, লবণ- স্বাদমতো।

প্রণালি: চিনি ও গোলমরিচ গুঁড়ো চিংড়ি মাছে মাখিয়ে নিন। ময়দা, লবণ ও কারি পাউডার একসঙ্গে পানিতে গুলে ব্যাটার বানিয়ে নিন। তেল গরম করুন। ব্যাটারের মধ্যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ভালো করে মিশিয়ে নিন। চিংড়ি ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলে সোনালি করে ডিপ ফ্রাই করুন। এখন চিংড়ির ফ্রাই সসের সঙ্গে পরিবেশন করুন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন