জেনে নিন কীভাবে দূর করবেন রোদে পোড়া দাগ

  08-05-2018 02:41PM

পিএনএস ডেস্ক : বাইরে কাঠফাটা রোদ্দুর৷ রোদে অনেকক্ষণ থাকতে হয় বা বাইরে নিয়মিত বেরোতে হলে ত্বক পুড়ে কালচে হয়ে যায়। সানবার্ন থেকে রক্ষা পেতে নিয়মিত সানস্ক্রিন লোশন ব্যবহার করা জরুরি। পাশাপাশি প্রখর রোদে ছাতা ব্যবহার করুন। তারপরেও ত্বক রোদে পুড়ে গেলে ঘরোয়া উপায়েই দূর করতে পারেন পোড়া দাগ। জেনে নিন কীভাবে দূর করবেন রোদে পোড়া দাগ-

চা: কয়েকটি টি ব্যাগ জলে ভিজিয়ে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হয়ে গেলে একটি তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিন। রোদে পোড়া ত্বকের ওপর তোয়ালে দিয়ে রেখে দিন ৩০ মিনিট। কমে যাবে রোদে পোড়া দাগ। এছাড়া দুধে টি ব্যাগ ভিজিয়ে ত্বকে লাগালেও উপকার পাবেন।

সরষের তেল: রোদে পোড়া ত্বকে সরিষার তেল ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি দ্রুত কমিয়ে দেবে রোদে পোড়া দাগ।

আলুর রস: আলু টুকরো করে রোদে পুড়ে যাওয়া ত্বকে ঘষুন। তুলোর বল আলুর রসে ভিজিয়েও লাগাতে পারেন ত্বকে। এটি রোদে পোড়া কালচে দাগ দূর করতে খুবই কার্যকরী ভূমিকা নেয়।

চন্দন: চন্দনের গুঁড়োর সঙ্গে চায়ের লিকার মিশিয়ে পেস্ট তৈরি করুন। রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন মিশ্রণটি। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

গোলাপজল:স্নান করার সময় জলে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন। সানবার্ন কমে যাবে।

টমেটো: টমেটো চটকে ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি রোদে পোড়া দাগ দূর করবে।

অ্যালোভেরা: অ্যালভেরার জেল সরাসরি লাগান ত্বকে। শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। পোড়া দাগ কমে মিলিয়ে যাবে ধীরে ধীরে।

হলুদ: হলুদ গুঁড়োর সঙ্গে দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রেখে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

শসা: শসা টুকরা করে রোদে পোড়া ত্বকে ঘষুন। কমে যাবে পোড়া দাগ।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন