কামসূত্র! বিস্তারিত প্রতিবেদনটি পড়লে চমকে উঠবেন

  24-05-2018 07:53PM

পিএনএস ডেস্ক : হাজার হাজার বছর আগের কথা ৷ সময়টা বাৎসায়নের ৷ সমকালে কাব্য, গীতি রচনায় তাঁর জুড়ি মেলা ভার ছিল ৷ তাই রাজা থেকে প্রজা, রানী থেকে সহচরি৷ সবাই খুশি রাখাই ছিল বাৎসায়নের অন্যতম কাজ ৷ কিন্তু জীবনটা ছিল বড়ই একঘেঁয়ে ৷ ঠিক এমন সময়ই, রাজদরবারে হাঁক পড়ল বাৎসায়ায়নের ৷ দেরি না করে স্বত্ত্বর রওনা দিলেন রাজরা কাছে ৷ রাজার কপালে চিন্তার ছাপ ! বাৎসায়নকে রাজা ডেকে মুখ ফুটে বললেন, কিছু একটা কর তুমি ৷ কেমন যেন সব ঘোলাটে ৷ জীবন-যৌবনে রং নেই ৷ রাজা মুখের কথা শুনে, বাড়ি ফিরে বাৎসায়ন হতবাক !

চোখের সামনে বসে আছেন মদন দেব ৷ কাছে ডেকে মদন, বাৎসায়নের কানে দিল মন্তর ৷ অমনি মগজে এসে গেল ‘কামসূত্র’ প্লট ৷ হতাশ জীবনে, রঙিন আলো ৷ একঘেঁয়ে সঙ্গম থেকে নিস্তার ৷ সঙ্গে সামাজিক বার্তা ফ্রি ৷ কী করবেন? আর কী করবেন না? কি করলে কি হবে? বা সব কিছু শুরু করার নিয়ম কানুন ৷ তবে বাৎসায়ন সঙ্গম, যৌনতা নিয়ে নানা কিছু লিখে গেলেও, বলিউডের বোদ্ধারা একেবারে নিজের মত করেই সাজিয়ে নিয়েছেন সিনেপর্দার কামসূত্রকে ৷

বাৎসায়নের চৌষট্টি কলাকে, নিজের মতো করে কখনও বাড়িয়েছেন, তো কখনও কমিয়েছেন ৷ কামসূত্র-র সঙ্গে যোগ করেছেন বলিউডি সঙ্গীত, তো আবার কখনও মিশিয়েছেন রহস্য, ভয় ৷ উজাড় করা প্রেমও যেমন রয়েছে, রয়েছে শুধু যৌনতায়৷ শাস্ত্র মতে, বাৎসায়নের কামসূত্র শিক্ষামূলক সাহিত্য ৷ আর বলিউডের কাছে বক্স অফিসে লক্ষ্মীলাভের উপায় মাত্র ৷

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন