যৌবন ধরে রাখতে .....!

  23-06-2018 08:29AM

পিএনএস ডেস্ক : শুধুমাত্র শারীরিক সুস্থতা নয়৷ মানসিকভাবে সুস্থ থাকতেও যোগ অনুশীলনের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ তেমনই, নিয়মিত যোগ অনুশীলনের মাধ্যমে শারীরিক সৌন্দর্যও দীর্ঘ বছর ধরে রাখা সম্ভব৷ আর, তারই জেরে, কাস্টমারদের কাছে নিজেদের আকর্ষণীয় করে রাখতে, সোনাগাছির যৌনকর্মীরা যোগ-কেই বেছে নিচ্ছেন৷

তবে, শুধুমাত্র সোনাগাছিও নয়৷ দুর্বার মহিলা সমন্বয় কমিটির অধীনে থাকা কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন প্রান্তের যৌনপল্লিতেও যাতে যৌনকর্মীরা যোগ অনুশীলনে অভ্যস্ত হয়ে ওঠেন, তার জন্য প্রচেষ্টা জারি রাখা হবে বলে জানানো হয়েছে৷ এবং, এই প্রচেষ্টা জারি রাখছে পশ্চিমবঙ্গের যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি৷

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস৷ এ বারও বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিবসে যোগ শিবিরের আয়োজন হয়েছে৷ এ দিকে, আরও বেশি সংখ্যক মানুষ যাতে যোগ অনুশীলনে অভ্যস্ত হয়ে উঠতে পারেন, তার জন্য প্রচেষ্টা জারি রেখেছে কেন্দ্রীয় সরকার৷ আন্তর্জাতিক যোগ দিবসে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অংশগ্রহণ করেন৷ এবং, প্রধানমন্ত্রীকে দেখে আরও বহু মানুষ নিয়মিত যোগ অনুশীলনের জন্য প্রচেষ্টা জারি রাখছেন৷ যদিও, আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য কোনও কর্মসূচি গ্রহণ করেনি দুর্বার মহিলা সমন্বয় কমিটি৷

তবে, যৌনকর্মীদের জন্য নিয়মিত যোগ প্রশিক্ষণের ব্যবস্থা করে এই সংগঠন৷ এবং, যৌনকর্মীদের সকলেই এখনও যোগ অনুশীলনে অভ্যস্ত হয়ে না উঠলেও, তাঁদের অনেকে নিয়মিত যোগ অনুশীলন করেন৷ অনেকে আবার কম বয়সে নয়, বেশি বয়সে শরীরকে সুস্থ রাখার জন্য যোগ অনুশীলন করেন৷ তেমনই, অনেকে আবার বয়স অথবা অন্য কোনও কারণে শারীরিক সমস্যা দূর করতেও যোগ অনুশীলনকেই অন্যতম পথ হিসাবে বেছে নেন৷ এ সব ক্ষেত্রে সংশ্লিষ্ট যৌনকর্মীরা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যোগ অনুশীলন করেন বলে জানিয়েছেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব কাজল বোস৷

কিন্তু, পেশাগত কারণেও কি শারীরিক সৌন্দর্য ধরে রাখতে কম বয়স থেকেই যোগ অনুশীলনে অভ্যস্ত হওয়া উচিত? কাজল বোস বলেন, ‘‘আমাদের অনেকে প্রশিক্ষণ নেওয়ার পরে নিয়মিত যোগ অনুশীলন করেন৷ অনেকে আবার নিজেরাই নিয়মিত যোগ অনুশীলনের জন্য প্রশিক্ষণ নিয়েছেন৷ নিয়মিত যোগ অনুশীলন করলে শারীরিক সৌন্দর্য ধরে রাখা যায়৷ কাস্টমারদের খুশি করতে আমাদের অনেকে নিয়মিত যোগ অনুশীলন করেন৷’’ কিন্তু, সবাই তো নন? তার উপর, শারীরিক সৌন্দর্য বাদেও স্বাস্থ্য সুরক্ষায় যোগ অনুশীলনে অভ্যস্ত হওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসাবেই বলেন বিশেষজ্ঞরা…৷

দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব বলেন, ‘‘আমাদের সবাই যাতে কম বয়স থেকেই নিয়মিত যোগ অনুশীলন করেন, তার জন্য প্রস্তাব দেওয়া হবে৷’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘যোগ অনুশীলনের মাধ্যমে যৌবন কীভাবে ধরে রাখা যায়, এই বিষয়ে আমাদের অনেকেই সচেতন৷ আমাদের সবার মধ্যে যাতে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হয়, তার জন্য প্রস্তাব দেওয়া হবে৷’’

পিএনএস/জে এ /

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন