বসয় কম তবুও বয়স্ক দেখায়? জেনে নিন কারণ ও প্রতিকার

  15-07-2018 03:21PM

পিএনএস ডেস্ক : চেহারা খানিকটা ভারী৷ বয়স বেশি নয়৷ তবুও বয়স্ক লাগে? যদি চেহারাকে দোষ দিয়ে থাকেন তাহলে ভুল করছেন৷ হতে পারে আপনার ড্রেসিং সেন্সের জন্যও আপনাকে বয়স্ক দেখাচ্ছে৷ চেহারার ক্ষেত্রে সঠিক জামাকাপড় না বাছতে পারলে আপনার অ্যাপিয়েরেন্সে আসতে পারে নেগেটিভ ফিডব্যাক৷

পোশাক এমন একটা জিনিস যা আপাদমস্তক বদলে দিতে পারে আপনার লুক৷ মেয়েদের ক্ষেত্রে একটা কথা প্রায় ব্যবহার করা হয়৷ ‘কুড়িতেই বুড়ি’৷ কথাটা গায়ে লাগলেও অনেক সময় এটাই সত্যি হয়ে দাড়ায়৷ বয়স কম, তবে সাজ পোশাকের জন্য আপনার বয়স কয়েক ধাপ বেড়ে গিয়েছে৷

যাতে আপনাকে বয়স্ক না লাগে তার জন্য অনুসরণ করে যেতে হবে এই ফ্যাশন টিপস৷ এগুলি ফোলো করলেই নিজের মধ্যে একটা বদল অনুভব করতে পারবেন৷

সঠিক মাপের পোশাক পরা সবচেয়ে বেশি প্রয়োজন৷ একটু ভারী চেহারার মহিলারা জামাকাপড় কিনতে গেলে সাধারণত ঢোলা পোশাকের দিকে চোখ দেন৷ অনেকে ভাবেন টাইট জামায় তাকে হয়তো বেশি মোটা লাগবে৷

কিনবা একটু বড়ো সাইজের জামা পরলে কম মোটা লাগবে৷ শরীরের অতিরিক্ত মেদের লেয়ার সকলের চোখে পড়বে৷ এই ভাবনা চিন্তা গুলি সাইডে রেখে বেছে নিন সঠিক পোশাক৷ যা আপনার সাইজ ঠিক সেটাই বেছে নিন৷ আর এতে আপনি কমফার্টেবলও থাকছেন৷

এটা খানিক কঠিন৷ এড়িয়ে চলুন লং স্কার্ট৷ এটা এমনই এক পোশাক যা মনে ধরে সকল মেয়েদের৷ বিভিন্ন প্রিন্ট, প্যাটার্ন, ডিজাইনে মুগ্ধ হয়ে সকলেই কিনে ফেলেন এই স্কার্ট৷ লং স্কার্টের একটা নেতিবাচক দিক হল আপনার শরীরের নীচের আংশ ভারী দেখায়৷

স্কার্ট যদি একান্তই পরতে হয় তাহলে মিডি স্কার্ট পরতে পারেন৷ তবে পেনসিল স্কার্ট না পরাই ভালো৷ অনেকেই মিডি স্কার্টের নাম শুনলে পেনসিল স্কার্ট কিনতে চান৷ কিন্তু এতে আপনার বারতি মেদ ধরা পড়ে৷

হরাইজেন্টাল স্ট্রাইপের পোশাক পরবেন না৷ এতে আপনার বয়স বেশি লাগে৷ বরং হরাইজেন্টাল স্ট্রাইপ ছেড়ে ভার্টিকাল স্ট্রাইপ কিনুন৷ এতে আপনাকে রোগা লাগবে, বয়স তো কমবেই৷

এখন ফ্যাশনে বেশ ভালই ইন গিক গ্লাসেস৷ চশমার আকৃতিই যে আপনার ব্যক্তিত্ব ও বয়স বদলে দিতে পারে তা নিশ্চই অজানা নয়৷ মুখের সঙ্গে মানানসই ফ্রেমের চশমা না পরলে বয়স বেশি দেখাবেই৷

এমনকি দেখতেও তেমন ভালো লাগবে না৷ সে ক্ষেত্রে পুরনো ডিজাইন ছেড়ে ট্রাই করুন গিক গ্লাসেস। এই চশমার ফ্রেম মুখের শেপ বদলে ফেলে৷ চওড়া করে তোলে চোখের চারপাশকে৷ স্টাইল তো হবেই, সঙ্গে দেখাবেও কমবয়সি৷

খুব ঠান্ডা না পড়লেও পোশাকের সঙ্গে মানানসই একটা স্কার্ফ কিনে ফেলা আমাদের অনেকের অভ্যাস৷ স্কার্ফের নকশা আরও চটকদার করে তোলে ভাবলে, সে ধারণা সরান৷ বরং, স্কার্ফ জড়ানো খুব পুরনো ফ্যাশান। স্কারফ ঝোলালে আপনার চেহারায় ভারী ভাব আনে আর বয়সও অনেক বেশি দেখায়৷

পিএনএস : জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন