কলার খোসায় যত গুণ

  18-08-2018 03:15PM

পিএনএস ডেস্ক : কলার খোসা ফেলে দেওয়ার আগে কখনও ভেবেছেন এই খোসা আপনার কত কাজে আসতে পারে? বিউটি টিপস থেকে বাড়ির নানা রকমের কাজ সবেতেই সাহায্য করে কলার খোসা৷ তাই কলা খেয়ে খোসা ফেলবেন না৷ টাটকা খোসাকে ব্যবহার করে ফেলুন এই কাজগুলোতে৷

ত্বকের ব্রুণ দূর করতে ব্যবহার করুন কলার খোসা৷ খোসার ভেতরের অংশটা ব্রুণর ওপর ভালো করে ঘষসে থাকুন৷ এক দিনেই ফল পাবেন আপনি৷ এছাড়া সময় থাকলে কলা খোসাগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে ফেলুন৷ সেটাও একটা মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন৷ তাতেও আপনি আশানুরূপ ফল পাবেন৷

দাঁত সাদা করতে কলার খোসা যে কার্যকর তা অনেকেই জানেন৷ যাঁরা জানেন না, তাঁদের বলে রাখি, খোসার ভেতর দিকটা দাঁতে ঘষতে থাকুন৷ দিন কয়েক এই পন্থা ফোলো করলেই আপনার দাঁতের হলদেটে ভাব চলে যাবে৷ প্রতিদিন পাঁচ-দশ মিনিট করে ঘষুন৷ তারপর জল দিয়ে কুলকুচি করে জলটা বাইরে ফেলে দিন৷ বা ব্রাশও করে নিতেন পারেন৷ কয়েকদিনেই এই প্রক্রিয়া কাজ দেয়৷

অধিকাংশ মানুষের সমস্যা হল আঁচিল৷ ছোট হোক বা বড়ো, আঁচিল দূর করার চেষ্টা সকলেই করেন৷ তার ওপর মুখে আঁচিল হলে তো আরও বিরক্তিকর৷ খোসার ভেতরটা আঁচিলের ওপর কিছুক্ষণ চেপে রাখুন৷ সপ্তাহখানেক ব্যবহার করলেই আপনার আঁচিল আপনা থেকেই শুকিয়ে পড়ে যাবে৷ তবে খেয়াল রাখবেন সাতদিনের মাথায় আঁচিল শুকিয়ে না পড়লে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন৷

সিডি, ডিভিডির ওপর স্ক্র্যাচ পড়ে গেলে তা দূর করুন কলার খোসা দিয়ে৷ স্ক্র্যাচের কারণে সিডি বা ডিভিডি খারাপ হয়ে যায়, ভিডিও কিংবা অডিও আটকে যায়৷ সেই সমস্যার সমাধান করবে কলার খোসা৷ কলার খোসাটির ভেতরটা সিডি, ডিভিডির ওপর ভালো করে ঘষে নিনি৷ এর ফলে স্ক্র্যাচ তো চলে যাবেই সঙ্গে ভিডিও অডিও পরিষ্কার চলবে৷

নানা রকমের পোকা, মশার কামড়ে ত্বকে বিভিন্ন সমস্যা তৈরি হয়৷ ক্রমাহত চুলকোতে থাকলে ত্বকের কিছু অংশ লাল হয়ে ফুলে যায়৷ পোকা বা মশা কামড়ালে যদি জায়গাটি জ্বলতে থাকে তাহলে সঙ্গে সঙ্গে খোসার ভেতরটা ঘষে নিন৷ চুলকানি এবং জ্বালা তো কমবেই আর দাগও হবে না৷

ময়লা জুতো চকচকে করে তুলতে সাহায্য করে কলার খোসা৷ জুতো পালিশ দিয়েও অনেক সময় জুতো পরিষ্কার হয় না৷ তখন বাধ্য হয়ে নোংরা জুতো পড়েই যেতে হয়৷ সেই জুতোই নিমেষে চকচকে করে তুলবে কলার খোসা৷ পাকা কলার খোসার ভেতরটা জুতোর ওপর কয়েক মিনিট ঘষুন৷ তারপর একটা কাপড়ের টুকরো দিয়ে মুছে নিন৷ দেখবেন জুতো চকচকে হয়ে গিয়েছে৷

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন