বেনাপোলে গুড়ো সোনাসহ পাচারকারী আটক

  12-10-2018 04:18PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : আন্তর্জাতিক কাস্টমস চেকপোষ্ট বেনাপোলে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের গুড়ো সোনাসহ সন্দেহে আলমগীর (৪৮) নামে এক পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।তিনি নোয়াখালী জেলার হাজি রমজান আলী বাড়ি মল্লিকা দিঘির পাড় চাটখিল থানার মোঃ ইব্রাহিম খলিলের ছেলে।

শুক্রবার (১২অক্টোবর ) সকালে ভারতে প্রবেশের সময় ব্যাগ তল্লাশি কালে এ সোনার গুড়া সদৃষ বস্তু উদ্ধার করা হয়।

বেনাপোল কাষ্টমসে এসি আব্দুল মতিন সরকার আলমগীর হোসেন জানান, পাসপোর্ট যাত্রী আলমগীর ভারতে যাওয়ার জন্য প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত স্ক্যানার মেশিনে তার ব্যাগ স্ক্যান করার সময় সেখানে ডিউটি থাকা অফিসার এ আর ও জয়তী বসু একটি ব্যাগ তল্লাশি কালে এ সোনার গুড়া সন্দেহে তাকে আটক করে। ৪০হাজার টাকার বিনিময়ে চালানটি পাচার করা হচ্ছিল বলে জানান তিনি।

এ বিষয়ে কাষ্টম চেকপোষ্টের দায়িত্বরত ডিসি জাকির হোসেন জানান, সোনার গুড়া সন্দেহে আটককৃত বস্তুটি প্রকৃত সোনা কিনা মেশিনে পরীক্ষার পর জানা যাবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন