শীতে চুল পড়া কমাতে ৩ প্যাক

  29-11-2018 03:12PM

পিএনএস ডেস্ক : শীতে চুলের সমস্যা অনেক গুণ বেড়ে যায়। এই সময়ে ঝরঝরে সুন্দর চুল চাইলে তিনটি প্যাক ব্যবহার করতে পারেন। এগুলো নিয়মিত ব্যবহারে এই শীতে চুলের নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

১ম হেয়ার প্যাক
ডিম একটি, মেয়োনিজ এক কাপ, অলিভ অয়েল এক টেবিল চামচ, টকদই এক টেবিল চামচ ও মধু এক টেবিল চামচ এক সাথে মিশিয়ে চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত লাগিয়ে ৩০-৪০ মিনিট রাখতে হবে। এরপর ভাল ভাবে শ্যাম্পু করতে হবে।

২য় হেয়ার প্যাক
ডিম একটি, মেয়োনিজ এক কাপ, অলিভ অয়েল এক টেবিল চামচ, ক্যাস্টর অয়েল এক টেবিল চামচ নিন। প্রথমে ডিম এবং মেয়োনিজ ভাল ভাবে বিট করে তাতে ক্যাস্টর অয়েল এবং অলিভ অয়েল দিয়ে মেশান। এবার মিশ্রণটি চুলে লাগিয়ে একটি শাওয়ার ক্যাপ পরে এক ঘণ্টা পর চুল ভাল ভাবে পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করতে হবে।

৩য় হেয়ার প্যাক
একটি ডিমের কুসুম, মধু এক টেবিল চামচ, পিচ অথবা বাধাকপির রস এক টেবিল চামচ মিশিয়ে চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত ভাল করে লাগিয়ে দুই ঘণ্টা রাখতে হবে। এরপর চুল ভাল ভাবে শ্যাম্পু করতে হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন