ঘরোয়া উপায়ে খুশকি দূর করার টিপস

  27-02-2019 04:12AM

পিএনএস ডেস্ক :এই সমস্যায় কম বেশি সবাই ভোগেন। বিশেষ করে শীতকালে। কারণ শীতে বাতাসের আর্দ্রতা কম থাকে, ফলে জাঁকিয়ে বসে খুশকি। পাশাপাশি মাথার স্ক্যাল্পে ফাংগাল ইনফেকশন, অপরিষ্কার স্ক্যাল্প, শ্যাম্পু লাগিয়ে ভালো করে না ধোয়া, তৈলাক্ত স্ক্যাল্পে ধুলোবালি জমে যাওয়ার কারণেও খুশকি হয়।

খুশকি দু ধরনের-শুষ্ক ও তৈলাক্ত । কিছু ঘরোয়া উপায় সহজেই খুশকির মোকাবিলা করতে পারেন-

অর্ধেক পাকা কলা চটকে ১ টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ পাতি লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্প ও চুলের গোড়ায় লাগিয়ে রেখে, ২০ মিনিট বাদে শ্যাম্পু করে নিন। কাপ জলে ১ কাপ অ্যালোভেরা জেল ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে মিশ্রণটি স্ক্যাল্পে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন।

৪-৫টি লেবুর খোসা ছাড়িয়ে নিন। খোসাগুলো ৪-৫ কাপ পানিতে ২০ মিনিট ফোটান। ঠাণ্ডা হয়ে গেলে পেস্ট করে মাথার ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন। সব সময় পরিষ্কার চিরুনি ব্যবহার করুন। অন্যের চিরুনি ভুলেও ব্যবহার করবেন না। পরিমাণে কম শ্যাম্পু ও বেশি পানি ব্যবহার করুন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন