ত্বকের নানা সমস্যা দূর করতে হলুদ

  09-12-2019 09:07PM

পিএনএস ডেস্ক : শীতে ত্বকের শুষ্কতা দূর করা, ফাটা ঠোঁটের পরিচর্যা, ত্বকের দাগ দূর করতে হলুদের জুড়ি মেলা ভার। ত্বকের যত্নে হলুদ নানাভাবে কাজে লাগে-

১. এক চামচ চন্দনের গুঁড়া, ২ চামচ লেবুর রস, এক চামচ বেসন ও এক চিমটি হলুদ মেশান। ত্বকের তেলতেলে ভাব তুলতে এই প্যাক খুব উপকারী। এ ছাড়া মসুর ডাল বাটার সঙ্গে এক চিমটি হলুদ মেশালেও ত্বকের তেলেতেলে ভাব দূর হয়ে ঔজ্জ্বল্য ফিরে আসে।

সপ্তাহে তিন দিন এই প্যাক মাখলে সহজেই ত্বক থেকে বাড়তি তেল সরে ব্রণের সমস্যা দূর হবে।

২. শীতে ফাটা ঠোঁটের হাত থেকে বাঁচতে চিনি, হলুদ ও মধুর মিশ্রণ ঠোঁটে মেখে পাঁচ মিনিট রাখুন। নিয়মিত এই মিশ্রণ ব্যবহার করলে ফাটা ঠোঁটের সমস্যা থেকে সহজেই মুক্তি মিলবে।

৩. চোখের নিচের কালি সরাতে হলুদ গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিন অল্প টক দই ও এক-দু’ ফোঁটা মধু। প্রতি দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মিশ্রণ চোখের নিচে মাখুন।

শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে নিন। সপ্তাহ দুয়েকের মধ্যেই সরবে চোখের তলার কালি।

৪. কাঁচা হলুদ বাটা ত্বকের কালো দাগের উপর মাখলে দাগ সরে দ্রুত। ভালো ফল পেতে এর সঙ্গে দু’ চামচ দুধ মেশান।

৫. প্রতি দিন সকালে কাঁচা হলুদ চিবিয়ে খেলে লিভার সুস্থ রাখার পাশাপাশি দূরে রাখে অনেক রকমের ত্বকের সমস্যা।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন