বিয়ে-সন্ধ্যায় স্বর্ণকন্যা শিলা

  18-03-2016 07:33AM

পিএনএস: শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন স্বর্ণকন্যা মাহফুজা খাতুন শিলা। ১২ তম এসএ গেমসে ৫০ মিটার এবং ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ জয়ী সাঁতারু ঘর বাঁধতে যাচ্ছেন আরেক সাঁতারু শাহজাহান আলী রনির সঙ্গে। ২০০৬ ইসলামাবাদ সাফ গেমসে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতেছিলেন তিনিও।

১৪ বছরেরও বেশি সময় ধরে চলা দু’জনের প্রেমের সম্পর্ক পরিণয় পেতে যাচ্ছে অবশেষে। যশোরে শীলার এবং চাঁপাইনবাবগঞ্জে রনির বাড়িতে এখন উৎসবের আমেজ। ইতিমধ্যেই তাদের সতীর্থদের অনেকেই পৌঁছে গেছেন তাদের বাড়িতে।

বিয়ের পিঁড়িতে বসার আগে নিজেদের পরিণয় পেতে যাওয়া সম্পর্কের কথা বিস্তারিত জানালেন শাহজাহান আলী রনি,‘আমাদের প্রথম পরিচয় বিকেএসপিতে। ২০০২ সালে যখন শিলা ভর্তি হয় তখন থেকেই আমাদের পরিচয় এবং জানাশোনা। প্রথম দিন থেকেই ভালোলাগা এরকম কিছু ছিল না। এক সঙ্গে প্র্যাকটিস এবং চলাফেলা করতে করতেই মূলত আমাদের মধ্যে ভালোলাগা তৈরি হয়।’

কার পক্ষ থেকে প্রথম ভালোবাসার প্রস্তাবটা এসেছিল? রনি জানালেন-শিলার কাছ থেকেই প্রথম প্রস্তাবটা এসেছিল, ‘সে আমাকে প্রথম ভালোলাগার কথা বলে। আসলে সাঁতারু হিসেবে তখন আমি মোটামুটি প্রতিষ্ঠিত। দু‘জনে একই ইভেন্ট করতাম। তাই সে আমার কাছ থেকে অনেক কিছুই শিখতো এবং জানতো। এভাবেই আসলে আমাদের দু’জনের মধ্যে ভালোলাগার শুরু।’ শিলার ভালোবাসার আবেদন নিয়ে আসা সেই দিনটার কথা এখনও স্পষ্ট মনে আছে রনির, ‘২০০২ এর ৫ ডিসেম্বর সে আমাকে প্রস্তাবটা দিয়েছিল।’

রনির পক্ষ থেকেও কোন আপত্তি ছিল না। তাই দু’জনের সম্পর্ক গড়ায় প্রেমের দিকে। তবে প্রতিষ্ঠিত হয়ে তবেই বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিলেন দু’জনেই, ‘শিলা পড়াশোনা করছিল। আমিও বিকেএসপিতে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা আগে থেকেই পরিকল্পনা করেছিলাম যে পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করবো। শিলার মাস্টার্স শেষ। এখন তাই বিয়ের সিদ্ধান্ত নিতে কোন বাধা ছিল না। পারিবারের সবার সম্মতিতেই এখন বিয়েটা হচ্ছে আমাদের।’

বিয়ের সবকিছু ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এসএ গেমসের আগে থেকেই ঠিক করা ছিল। প্রথমে ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও মূলত গেমসের কথা ভেবেই পিছিয়ে দেওয়া হয় বিয়ের দিনক্ষণ।

বিয়ের পিঁড়িতে বসতে যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন বর-কন্যা দুজনই। শাহজাহান আলী রনি মুঠোফোনে বললেন,‘নতুন জীবনে প্রবেশ করার আগে সবার কাছে দোয়া চাই। ২০০২ থেকে আমাদের মধ্যে যে ধরনের সম্পর্ক, যে বোঝাপড়া, সারা জীবন যেন সেটি একই রকম থাকে। দু’জন দুজনকে নিয়ে যেন আজীবন থাকতে পারি এই দোয়াই চাই সবার কাছে।’

বিয়ের আগের দিনের নানা অনুষ্ঠানে ব্যস্ত শিলা মুঠোফোনে শুধু বললেন,‘দোয়া করবেন আমাদের জন্য, যেন সারা জীবন সুখে থাকতে পারি।’


পিএনএস/বাকীবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন