পিএনএস ডেস্ক: জনস্বার্থ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের কথা উল্লেখ করে ৫ কর্মকর্তাকে বদলি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসক) মমিন উদ্দিন একটি অফিস আদেশ জারি করে তাদের বদলি বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজউকের পরিচালক (প্রশাসক) মমিন উদ্দিন জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং জনস্বার্থে তাদের বদলির আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, রাজউকের বদলি হওয়া ৫ কর্মকর্তাদের মধ্যে পরিচালক (এস্টেট ও ভূমি ১) কামরুল ইসলামকে জোন ৪ এর পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে জোন ৪ এর পরিচালক মো. কামরুজ্জামানকে বদলি করে পরিচালক (প্রশাসনের) দায়িত্ব দেওয়া হয়েছে। পরিচালক (এস্টেট ও ভূমি-২) মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে বদলি করে পরিচালক (এস্টেট-ভূমি-১) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া উপপরিচালক (এস্টেট ও ভূমি ৩) তাহমিনা পারভীনকে উপপরিচালক (এস্টেট ও ভূমি ১) হিসেবে বদলি করা হয়েছে এবং উপপরিচালক (এস্টেট ও ভূমি ১) লিটন সরকারকে উপপরিচালক (এস্টেট ও ভূমি ৩) বদলি করা হয়েছে।
পিএনএস/এএ
'জনস্বার্থে' রাজউকের ৫ কর্মকর্তাকে বদলি
29-11-2024 06:50PM