পিএনএস ডেস্ক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সব গ্রেডের কর্মচারীদের অফিস চলাকালে ও অফিসে অবস্থানকালে পরিচয়পত্র (আইডিকার্ড) দৃশ্যমান রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন একটি অফিস আদেশ জারি করে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
রাজউকের এক কর্মকর্তা বলেন, আইডি কার্ডের দৃশ্যমান ব্যবহার করার পেছনে অন্যান্য কারণের পাশাপাশি মূল একটি কারণ হচ্ছে— রাজউকে আসা সেবা গ্রহীতাদের কাছ থেকে যেন এসব কর্মচারীরা অবৈধ সুযোগ-সুবিধা নিতে না পারে।
রাজউকের পরিচালক (প্রশাসন) এ বিষয়ে অফিস আদেশে উল্লেখ করেছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে কর্মরত সব গ্রেডের কর্মচারীদের অফিস চলাকালীন ও অফিসে অবস্থানকালীন পরিচয়পত্র (আইডিকার্ড) দৃশ্যমানভাবে ব্যবহারের নির্দেশনা প্রদান করা হলো। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিএনএস/রাশেদুল আলম
আইডিকার্ড দৃশ্যমানভাবে রাখার নির্দেশ রাজউকের কর্মচারীদের
29-11-2024 09:40PM