পিএনএস ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। একই দিনে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে। তার পরদিন বৃহস্পতিবার বৈঠক করবেন ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে। প্রধান বিচারপতি আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫ টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক বিষয়ক বৈঠকের আভাস পেলেও প্রধান বিচারপতির সাক্ষাৎ নিয়ে তাৎক্ষনিক কিছু জানা যায়নি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন, জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় আমাদের ছাত্রনেতা, আগামীকাল সব রাজনৈতিক দলগুলো ও পরদিন ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে সংলাপে বসবেন।
ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ নিয়ে মিস ইনফরমেশন ছড়াচ্ছে উল্লেখ করে এ সময় শফিকুল ইসলাম বলেন, আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে দাঁড়াতে হবে। সেই সঙ্গে ঐক্য ধরে রেখে এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগস্টের শেষে প্রফেসর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির কথা হয়েছিল। সে সময় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে প্রতিনিধি পাঠিয়ে ভিজিট করানোর আহ্বান জানিয়েছিলেন। আমরা বারবারই আমাদের সাইড থেকে বিভিন্ন তথ্য দিচ্ছি। ওরা ওদের পছন্দনীয় সূত্র থেকে তথ্য নিচ্ছে। আমরা সব ক্ষেত্রেই খোলাখুলিভাবে সবকিছু জানাতে চাই। কিন্তু চোখ কান নাক বন্ধ করে থাকলেতো সত্যটা জানতে পারবে না। শুনেও না শোনার ভান করছে ভারত।
পিএনএস/রাশেদুল আলম
কাল প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বিশেষ বৈঠক
03-12-2024 11:23PM