বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ খেলোয়াড়ের নাম প্রকাশিত

  17-05-2024 03:37PM




পিএনএস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তান জাতীয় দলের ১৫ সদস্যের নাম সামনে এসেছে।

শুক্রবার জিও নিউজ জানিয়েছে, বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত ১৮ সদস্যের দল থেকে ১৫ জন বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন। বাকি তিনজন থাকবেন রিজার্ভ হিসেবে।

এবারের বিশ্বকাপ দলে ৫ জন পেসার, ৪ জন অলরাউন্ডার, ৩ জন উইকেট কিপার, ২ জন ব্যাটার ও একজন স্পিনার রাখবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পুরোপুটি ফিট হওয়ায় হারিস রউফ বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন। পাশাপাশি বাবর আজমের নেতৃত্বে আরো থাকবেন ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, আজম খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, সাইম আইয়ুব ও ইফতেখার আহমেদ।

একইসাথে আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ ও আব্বাস আফ্রিদিও বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন।

আর ট্রাভেল রিজার্ভ হিসেবে দলের সাথে থাকবেন সালমান আলি আগা, হাসান আলি ও ইরফান নিয়াজি। সূত্র : জিও নিউজ

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন