পিএনএস ডেস্ক: আন্টিগুয়া টেস্টের দ্বিতীয় দিনে প্রথম তিন ওভারে জোড়া উইকেট শিকার করে দলকে ভালো শুরু এনে দিয়েছিল হাসান মাহমুদ। কিন্তু গ্রিভস ও রোচের প্রতিরোধে হতাশা নিয়ে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৩৬ রান। জাস্টিন গ্রিভস ৬৩ রানে এবং কিমার রোচ ১৯ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছে।
শনিবার (২৩ নভেম্বর) দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে আগের দিনে ১১ রান করা জাস্টিন গ্রিভস এবং ১৪ রানে অপরাজিত থাকা জোশুয়া দা সিলভা। কিন্তু দিনের প্রথম ওভারেই দা সিলভা সাজঘরে ফিরিয়েছেন হাসান মাহমুদ।
২৩ বলে ২৪ রান করেন সিলভা। এক ওভার পরে আলজারি জোসেফকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন হাসান। এতে ২৬১ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর কিমার রোচকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলের গ্রিভস। ৮৮ বলে নিজের ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। দুজনের ব্যাটে ভর করে ৩০০ পেরিয়েছে স্বাগতিকরা।
এর আগে প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান তুলছিল ওয়েস্ট ইন্ডিজ।
পিএনএস/রাশেদুল আলম
শুরুটা ভালো করলেও হতাশা নিয়ে লাঞ্চে বাংলাদেশ
23-11-2024 10:46PM