পিএনএস ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্য ইয়াকুব আলী (৬২) নিহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) দুপুরে মাধবপুর-মনতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাবেক সেনা সদস্য ইয়াকুব আলী (৬২) উপজেলার সমজদিপুর গ্রামের মৃত মজিদ আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাবেক সেনা সদস্য ইয়াকব আলী মাধবপুর থেকে মোটরসাইকেল যোগে মনতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দূলিগোপাট নামক স্থানে পৌঁছালে পেছন থেকে বালুবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাবেক সেনা সদস্য ইয়াকব আলী মাথায় গুরুতর আঘাত পেয়ে নিহত হন।
প্রত্যক্ষদর্শী আবুল হাসান বলেন, মাধবপুর-মনতলা সড়কটিতে প্রায় সময় বালুবাহী ট্রাক্টরের জন্য ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। চোখের সামনে ইয়াকব আলী সাহেব ট্রাক্টর চাপায় মারা গেলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাক্টরটি আটক করেছে। সাবেক সেনা সদস্য ইয়াকব আলী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পিএনএস/শাওন
হবিগঞ্জে ট্রাক্টর চাপায় সাবেক সেনা সদস্য নিহত
04-04-2024 12:34AM