পিএনএস ডেস্ক: ভারতে বোদা উপজেলা থেকে দেশ ছেড়ে পালানোর সময় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্তের শুয়েরপাড় এলাকা থেকে বিজিবির টহল দল।
আটককৃতরা হলেন, নন্দ কিশোর রায় (৪৫), পরিমল রায় (২১), নিত্যানন্দ রায় (২১), সঞ্জয় চন্দ্র (১৭) এবং কল্যাণ রায় (২৪)।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকা দিয়ে পাশের দেশ ভারতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে বিজিবি। সোমবার রাতে সীমান্তের মেইন পিলার ৭৭৫ এলাকা দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে শুয়েরপাড় এলাকা থেকে বিজিবি টহল দল তাদের আটক করে। আটক ব্যক্তিদের জেলার বোদা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। সোমবার রাতে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, একটি মানব পাঁচার চক্রের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশে চেষ্টার মামলার প্রস্তুতি চলছে।’
এসএস
ভারতে পালানোর সময় ৫ বাংলাদেশি আটক
08-10-2024 07:18AM