পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শনিবার (২৩ নভেম্বর) বিকালে সরাইল অন্নদা হাইস্কুল মোড়ে তরুণ দলের কমিটি গঠনকে কেন্দ্র করে সরাইল উপজেলা বিএনপির ঘটে যাওয়া বিবাদ শান্তিপূর্ণভাবে নিরসন হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার বিকালে তরুণ দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। তবে সেই কমিটি গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল।
কর্মীসভা শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ ও উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম তরুণ দলের কমিটি নিয়ে তর্কে জড়ায়। একপর্যায়ে দুলাল মাহমুদ ও নূর আলমের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষ নিরসনে সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৪ টায় সরাইল উপজেলা পরিষদ কমপ্লেক্সে বিবাদ নিরসনে দুই পক্ষকে একশান্তিপূর্ণ সমাধান করে দেন। ঝামেলাটি মীমাংসা করে দেয়।
এসময় সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসাইন,সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রফিকুল হাসান, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,সদর ইউপি বিএনপির সভাপতি মো. কাজল মিয়া, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ানসহ এলাকার মুরুব্বি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এই শান্তিপূর্ণ সমাধানকে সরাইল এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে।
সরাইলে বিএনপির বিবাদ নিরসনে সমঝোতা
25-11-2024 11:58PM