পিএনএস ডেস্ক: ময়মনসিংহ নগরীর মাসকান্দায় বিসিক শিল্প নগরী এলাকায় একটি কীটনাশক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কীটনাশক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, সকাল ১১টার দিকে শিল্প এলাকার একটি কীটনাশক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি বলেন, এখনো ধোয়া বের হচ্ছে। তাই ফায়ার সার্ভিস কাজ করছে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।
পিএনএস/এএ
ময়মনসিংহ বিসিকে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
29-11-2024 02:38PM