রাতারাতি নির্বাচন হলে এই সিস্টেমের পরিবর্তন হবে না: নুরুল হক

  30-11-2024 01:38AM

পিএনএস ডেস্ক: ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, রাতারাতি নির্বাচন হলে এই সিস্টেমের পরিবর্তন হবে না। এইজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত দুই বছর থেকে নির্বাচনের পরিবেশটা তৈরি করতে বলছি আমরা। আমরা তো দেখি রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে একটু অসঙ্গতি আছে। তারা বিভিন্নভাবে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার অফিসার্স ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা সবাই যার যার সুবিধা পদ-পদবি কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু যে মানুষগুলো জীবন দিল, তাদের পরিবারের খোঁজ-খবর তারা নিচ্ছে না। শহীদ পরিবার অভিযোগ করেছে- পুলিশ শহীদের কাগজ নিতে এক হাজার টাকা চেয়েছে; এটা খুবই জঘন্য কাজ। কিভাবে পারে এ সময় শহীদ পরিবারের কাছে চাইতে? এটা হয় না।

এসময় ভিপি নুর গণঅধিকার পরিষদের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

সভায় আরও বক্তব্য রাখেন- শহীদ আতিকের বাবা শাহ আলম হাওলাদার, শহীদ সাগর গাজীর ভাই সোহাগ গাজী, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, গলাচিপা উপজেলা শ্রমিক অধিকারের সদস্য সচিব আমীর হোসেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্ব স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মুহিত, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান, গলাচিপা উপজেলা জামায়েতের আমির জাকির হোসেন, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়াসহ শহীদ পরিবারের সদস্যরা।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন