পিএনএস ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরীর নেতৃত্বে ‘বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি’ (বিজিপি) নামের নতুন একটি দল আত্মপ্রকাশ করেছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় গোপালগঞ্জের চাপাইল মধুমতি পার্কে সংবাদ সম্মেলন করে নতুন দলের নেতারা দলের নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের আহ্বায়ক জেলা জাসদের সাবেক নেতা সাইফুর রশিদ চৌধুরী। এ সময় তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, নিয়োগবিধি স্বচ্ছ, নিরপেক্ষ করাসহ ৩২ দফা প্রস্তাব পেশ করেন।
সাইফুর রশিদ চৌধুরী বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে, গণতন্ত্রের সঠিক চর্চা করেনি। ক্ষমতা আঁকড়ে রাখতে ভোটের প্রহসন চালিয়েছে। আমরা লক্ষ্য করছি, দেশে রাজনীতির নামে পরিবারতন্ত্র কায়েম হয়েছে। এ জন্য স্বাধীনতার এত বছর পরও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। প্রকৃত গণতন্ত্রের চর্চার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনাই আমাদের উদ্দেশ্য।
প্রাথমিকভাবে ১০টি জেলায় নতুন এই দলের কার্যক্রম শুরু করেছেন বলে জানান সাইফুর রশিদ চৌধুরী।
চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে নতুন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. জুলিয়াছ খান ঠাকুর, জেলা জাসদের সাবেক নেতা শেখ ফরিদ আহমেদ, মো. ইয়ার আলি প্রমুখ উপস্থিত ছিলেন।
পিএনএস/রাশেদুল আলম
গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
30-11-2024 06:27PM