নারায়ণগঞ্জের অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার

  13-12-2024 10:07AM

পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম লামাপাড়া থেকে অপহৃত দুই শিশুকে বরিশালের হিজলা ডিক্রিরচর থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে পিবিআইয়ের নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এই তথ্য জানান।

উদ্ধারকৃত শিশুরা হলো ফতুল্লার পশ্চিম লামাপাড়ার আব্দুল কাদিরের দুই ছেলে নাঈম (৭) ও নাবিল (৩)।

পুলিশ সুপার বলেন, লামাপাড়া থেকে নাঈম ও নাবিলকে ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর অপহৃতদের নানা মো. সালাউদ্দিন বাদি হয়ে ফতুল্লা থানায় একটি জিডি করেন। সেই সাথে ১০ ডিসেম্বর পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বরাবর লিখিতভাবে অভিযোগ জানালে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পিবিআই জানতে পারে, অপহরণকারীরা অপহৃতদের নিয়ে বরিশালের হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে পুলিশের একটি টিম ১১ ডিসেম্বর বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন