সিদ্ধিরগঞ্জে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা

  13-12-2024 10:10PM

পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণঅধিকার পরিষদের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আল মাহমুদ শরীফকে আহ্বায়ক ও মঈন উদ্দিনকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নাসিক ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য আবুল খায়ের শান্তর উপস্থিতিতে ছয়মাস মেয়াদি এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে যুগ্ম-আহ্বায়ক ১৪ জন, যুগ্ম সদস্যসচিব ১৪ জন এবং সদস্য রয়েছেন ১১ জন। নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি আরিফ ভুঁইয়ার সভাপতিত্বে এক মতবিনিময় সভায় কমিটির অনুমোদন দেওয়া হয়। আয়োজনে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রুহুল আমিন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন